Jagdeep Dhankhar

আমন্ত্রণ করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী রাজভবনে না আসায় ক্ষুব্ধ রাজ্যপাল

২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। এ দিন রাজভবনে তাঁর প্রতিকৃতি উন্মোচন করেন রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৯
Share:

রাজভবনে অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতি উন্মোচন। নিজস্ব চিত্র

এর আগে একাধিক বার মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসার অনুরোধ জানিয়েছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাড়া পাননি রাজ্যপাল জগদীপ ধনখড়। এ নিয়ে একাধিক বার প্রকাশ্যে মন্তব্য করতেও শোনা গিয়েছে তাঁকে। বুধবার ফের একই ইস্যুতে মুখ খুললেন তিনি। জানালেন, আমন্ত্রণ জানানো সত্ত্বেও এ দিন রাজভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসেননি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তিনি যে ‘ব্যথিত’, সে কথাও এ দিন জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement

আজ, ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। সেই উপলক্ষে এ দিন রাজভবনে তাঁর প্রতিকৃতি উন্মোচন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন ধনখড়। তবে এ দিন রাজভবনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মমতা। রাজ্যপাল দাবি করেছেন, এই অনুষ্ঠানের কথা নবান্নকে আগেই জানানো হয়েছিল। রাজভবনে সাংবাদিক বৈঠক করে এ দিন তিনি বলেন, ‘‘অনুষ্ঠানের কথা জানিয়ে গত ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলাম। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাঁকে অনুরোধ করেছিলাম। কিন্তু, সে চিঠির কোনও জবাব রাজ্য সরকার দেয়নি। মুখ্যমন্ত্রী নিজে তো আসেননি, পাঠানো হয়নি প্রশাসনের তরফে কাউকেও।’’

এমনিতেই বেশ কয়েক মাস ধরে রাজ্যপাল-রাজ্য সঙ্ঘাত তুঙ্গে। বিভিন্ন ইস্যুতেই রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। পাল্টায় তৃণমূল নেতৃত্বও ছেড়ে কথা বলেননি রাজ্যপালের ভূমিকাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম না করে রাজ্যপালকে একাধিক বার বিঁধেছেন। গত কয়েক দিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে লাগাতার টানাপড়েন চলছে দু’তরফে। মঙ্গলবার সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। সমাবর্তনে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে।

Advertisement

আরও পড়ুন: যমুনা এক্সপ্রেসওয়ে ‘দুর্নীতি’র তদন্তভার নিল সিবিআই, নাম জড়াতে পারে মায়াবতী-অখিলেশের​

আরও পড়ুন: ‘সিএএ নিয়ে জোটে আলোচনাই হয়নি’, চাপ বাড়াল এনডিএ-র পুরনো শরিক শিরোমণি অকালি দল

গত সোমবার যাদবপুর থেকে রাজভবনে ফিরে ‘শিক্ষায় জরুরি অবস্থা’ চলছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। একই সঙ্গে তা নিয়ে আলোচনার জন্য ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে রাজভবনে এসে আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন। তবে, সেই সময় এখনও পেরোয়নি। তার মধ্যেই ফের মমতার রাজভবনে না আসা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement