ফাইল চিত্র।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকের ফলকে গুরুত্ব দেওয়া হবে। শনিবার বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষকদের পক্ষ থেকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল।
এর আগে কলা বিভাগে বাংলায় ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিকের ফলকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুরে স্নাতক স্তরে বিজ্ঞান বিভাগে পঠনপাঠন হয় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূতত্ত্ব, এবং ভূগোল নিয়ে। সূত্রের খবর, এ দিনের বৈঠকে বিভাগীয় প্রধানেরা জানান, প্রতিটি বিভাগেই পড়ুয়ার সংখ্যা প্রচুর। পড়ুয়ার সংখ্যা যা তাতে নিরাপদ দূরত্ব বাঁচিয়ে ক্লাস করা প্রায় অসম্ভব। যদি ক্লাস শুরু করা হয়, তা হলে নিরাপদ দুরত্ব রেখে ক্লাস করার বিষয়টি কর্তৃপক্ষকে ভাবতেই হবে।