এখনও কেন্দ্রীয় সরকারের তরফে ইফতার পার্টির কোনও আমন্ত্রণ জানানো হয়নি। তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। সেই জেলার সাংসদ হিসেবে অধীর চিঠিতে লিখেছেন, ‘‘স্বাধীনতার পর থেকে সব কেন্দ্রীয় সরকারই ইফতার পার্টি দিয়েছে। কিন্তু এই সরকার সেই নিয়ম ভেঙে সংখ্যালঘুদের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে আমার কেন্দ্রের সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ দেখছি।’’
বিষয়টি বিবেচনা করে ইফতার পার্টির সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছেন তিনি। গত বছরও মোদী সরকার ইফতার পার্টি না দেওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলেছিল। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের আচার পালনে তিনি রাজি নন বলে তখন ব্যাখ্যা দিয়েছিলেন মোদী।