অধীর রঞ্জন চৌধুরী। ফাইল চিত্র।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার ব্যবস্থার প্রতি সমালোচনার প্রসঙ্গ তুলে তাঁর প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন অধীর চৌধুরী। সোমবার বহরমপুরে তিনি বলেন, ‘‘বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলছে। আবার সেই বিচারকের কাছে দরবার করতে যাচ্ছে যাতে তাঁকে দিল্লিতে না ডাকে। বিচার ব্যবস্থার প্রতি যদি আস্থা না থাকে তবে তাঁর দেশে থাকা উচিত নয়।’’ একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তাঁর অভিযোগ, একশো দিনের প্রকল্পের সব টাকাই তৃণমূলে যায়। তিনি আরও বলেন, ‘‘একশো দিনের কাজের প্রকল্পের টাকা কোথায় আটকেছে আমাদের বলা হোক, আমরা প্রতিবাদ করব।’’ অন্য দিকে কেন্দ্রের পিএম কেয়ার ফান্ডকে ‘বিজেপির চাঁদা তোলার যন্ত্র’ বলে কটাক্ষ করেন অধীর। কাশ্মীর ফাইল প্রসঙ্গেও সুর চড়িয়েছেন অধীর। তাঁর কথায়, ‘‘ভারতকে শক্তিশালী করার জন্য নয়, ভারতকে দুর্বল করার জন্য কাশ্মীর ফাইল করা হয়েছে। পরিকল্পিত ভাবে ভারতের মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির ফাইল এটি।’’
নোটবন্দি ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিঁধে অধীর বলেন, ‘‘নোটবন্দির পর থেকে জাল নোট একশো শতাংশ বেড়েছে। নোটবন্দির সময়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সন্ত্রাসবাদ নির্মূল হবে, কালো টাকা উদ্ধার হবে, জাল টাকা বন্ধ হবে। কিন্তু সে সবের কিছুই হয়নি। উল্টে সে সব বেড়েছে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।