রোহিঙ্গা নিয়ে মোদী-মমতাকে প্রশ্ন অধীরদের

বালিগঞ্জে মঙ্গলবার মায়ানমারের বাণিজ্যিক দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে রোহিঙ্গাদের উপরে অত্যাচার বন্ধ করার দাবি তুলেছেন কংগ্রেস নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৪:২১
Share:

ফাইল চিত্র।

আগের দিন সংখ্যালঘু সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। এ বার নিজেরা প্রতিবাদ সভা করে রোহিঙ্গা মুসলিমদের দুর্দশার বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বালিগঞ্জে মঙ্গলবার মায়ানমারের বাণিজ্যিক দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে রোহিঙ্গাদের উপরে অত্যাচার বন্ধ করার দাবি তুলেছেন কংগ্রেস নেতারা। অধীরবাবু বলেন, ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনাসাপেক্ষে তাঁরা প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে সংসদীয় দলের তরফে ত্রাণ নিয়ে যেতে চান। মায়ানমারে অত্যাচারিত হয়ে বাংলাদেশ হয়ে বা সরাসরি যে সব রোহিঙ্গা এ দেশে ঢুকছেন, তাঁদের ‘পুশব্যাক’ করে ফেরত পাঠানোর নীতি নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বিজেপি-র তরফে যুক্তি দেওয়া হচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে থেকে অনেকে জঙ্গি হচ্ছে! অধীরবাবুর পাল্টা প্রশ্ন, কাশ্মীর বা উত্তর-পূর্বের রাজ্যেও তো জঙ্গি সমস্যা আছে! সকলকেই কি ‘ফেরত’ পাঠানো হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে প্রদেশ সভাপতির প্রশ্ন, এ রাজ্যে রোহিঙ্গারা কেন উদ্বাস্তু কার্ড পাচ্ছেন না? সভার পরে দূতাবাসে দাবিপত্র দিতে গিয়েছিলেন বিধায়ক মনোজ চক্রবর্তী, আখরুজ্জামানেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement