Adhir Chowdhury

অবিচারে রামরাজ্য হয় না, মোদীকে চিঠি অধীরের

কাফিল খানের মুক্তির আর্জি জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন অধীরবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৪:০৯
Share:

—ফাইল চিত্র।

অবিচার ও বৈষম্যের দ্বারা কখনও রামরাজ্য প্রতিষ্ঠা করা যায় না! অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর ২৪ ঘণ্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই কথা স্মরণ করিয়ে দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। জাতীয় নিরাপত্তা আইনে (এমএসএ) আটক চিকিৎসক কাফিল খানের মুক্তির আর্জি জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন অধীরবাবু। সেখানেই প্রধানমন্ত্রীর উদ্দেশে ওই কথা লিখেছেন তিনি। অধীরবাবুর বক্তব্য, রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চ থেকে পর্যন্ত কাফিলের মু্ক্তির দাবি করা হয়েছে। তাঁর দল কংগ্রেসের তরফে তিনিও জনবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করেছেন, আরও লক্ষ লক্ষ মানুষ করেছেন। তা হলে কাফিলকে কেন জাতীয় নিরাপত্তা আইনে জেলে আটকে থাকতে হচ্ছে? এই সূত্রেই ‘অবিচার’-এর অভিযোগ এনেছেন লোকসভায় বিরোধী নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement