ফাইল চিত্র।
দিল্লিতে দলিত কন্যার গণধর্ষণের যথাযথ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে অধীরবাবু লিখেছেন, বাড়ির মালিকের আত্মীয়ের হাতে ওই মেয়েটিকে ধর্ষিতা ও খুন হতে হয়েছে বলে অভিযোগ। দিল্লির ওই নৃশংস ঘটনা নির্ভয়া-কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনছে। অধীরবাবুর মতে, এখন বোঝা যাচ্ছে নির্ভয়া-কাণ্ড থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি এবং দিল্লি ভারতে ‘ধর্ষণের রাজনীতি’ কুখ্যাতি পাচ্ছে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার জন্য উপযুক্ত পদক্ষেপের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন অধীরবাবু। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন তিনি।