Adhir Ranjan Chowdhury

অধিবেশনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি

করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদেরই এই সঙ্কট মোকাবিলার প্রশ্নে কিছু না কিছু বলার আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ০৭:২৬
Share:

রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর।

করোনা পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এ বার চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে তাঁর বক্তব্য, গোটা দেশে করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদেরই এই সঙ্কট মোকাবিলার প্রশ্নে কিছু না কিছু বলার আছে। এই বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন বলে অধীরবাবুর মত। এই লক্ষ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তিনি। কোভিডের পরিস্থিতির জন্যই সাংসদদের সশরীর উপস্থিতি দিল্লিতে সম্ভব না-ও হতে পারে। তাই অন্যান্য উপায়ে (অর্থাৎ অনলাইন) অধিবেশন করার প্রস্তাবও দিয়েছেন অধীরবাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement