West Bengal Covid Update

চার মাস পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি! এক সপ্তাহে দ্বিগুণ বৃদ্ধি দেশে

ভারতেও সংক্রামিত রোগীর সংখ্যা চিন্তা ধরাতে শুরু করেছে। শনিবার ভারতে মোট ৩৮০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা ছ’মাসের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১০:১৬
Share:

৩১ মার্চের আগে অবধি গত চার মাসেরও বেশি সময় ধরে বাংলায় সংক্রামিতের সংখ্যা ১০০-র নীচেই ছিল। ফাইল চিত্র ।

বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও উদ্বেগ তৈরি করতে শুরু করেছে করোনা। চার মাস পর গত শুক্রবার রাজ্যে সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। রবিবারের হিসাব অনুযায়ী, এ রাজ্যে বর্তমানে মোট ১২৭ জন করোনা আক্রান্ত। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন। যদিও বিশেষজ্ঞদের মতে, এখনই উদ্বিগ্ন হওয়ার তত কারণ নেই।

Advertisement

স্বাস্থ্য আধিকারিকদের দাবি, বেশির ভাগ আক্রান্তকেই নিভৃতবাসে রাখা হয়েছে। এবং মাত্র কয়েক জন হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি আক্রান্তদের মধ্যেও করোনার মারাত্মক কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের সংক্রামিতদের মধ্যে ৪০ শতাংশই কলকাতার বাসিন্দা।

Advertisement

৩১ মার্চের আগে অবধি গত চার মাসেরও বেশি সময় ধরে বাংলায় সংক্রামিতের সংখ্যা ১০০-র নীচেই ছিল।

ভারতেও সংক্রামিত রোগীর সংখ্যা চিন্তা ধরাতে শুরু করেছে। শনিবার ভারতে মোট ৩৮০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা ছ’মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতে ২৬ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে ১৮ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। যা এক সপ্তাহে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement