বিনয় মিশ্র। —ফাইল চিত্র।
গরু ও কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভার্চুয়াল হাজিরার আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা বিনয়ের ‘আবদার’ মানতে রাজি হননি। তাতেই সায় দিল আদালত।
ঢের আগেই গোয়েন্দাদের নাগালের বাইরে চলে গিয়েছেন বিনয়। বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুরে রয়েছেন তিনি। গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন বিনয়।
সিবিআই-এর সামনে হাজিরা দেওয়া নিয়েও সম্প্রতি শর্ত রাখেন বিনয়। জানান, ভার্চুয়াল মাধ্যমে গোয়েন্দাদের সামনে হাজির হবেন তিনি। প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর এই শর্ত মানতে রাজি হননি।
রবিবার সিবিআই-এর আপত্তিতে সমর্থন করে আদালতও। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়ে দেন, সিবিআই তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। নিজের মতো করেই তদন্ত করতে পারবে তারা।