প্রতীকী ছবি।
দীর্ঘ দিন বন্ধ রাখার পর শেষ পর্যন্ত রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জানিয়েছে, এ বার তারা ওই ভোটে ওই চার বিশ্ববিদ্যালয়েই প্রার্থী দেবে। বিশেষত, যে দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্য থেকে এবিভিপি বিরোধিতার স্বর সবচেয়ে বেশি শোনা যায়, সেই প্রেসিডেন্সি এবং যাদবপুরেও সব আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবিরের ওই ছাত্র সংগঠন। এবিভিপির রাজ্য সম্পাদক তথা মুখপাত্র সপ্তর্ষি সরকার রবিবার জানান, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দীপাবলির পরে বৈঠক করে প্রার্থী তালিকা ঠিক করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে যাদবপুরে বিক্ষোভেরই দিনই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল এভিভিপি-র বিরুদ্ধে।