বেসরকারি স্কুলের ফি-তেও সরকারি রাশ চায় এবিভিপি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০৩:৪৩
Share:

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।—ফাইল চিত্র।

শুধু সরকারি বা সরকার পোষিত স্কুল নয়, বেসরকারি স্কুলের ফি-ও সরকার নিয়ন্ত্রণ করুক— এই দাবিতে আন্দোলনে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল অম্বেডকর জানান, তাঁরা মনে করেন, সরকার এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ফি-ও সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। না হলে বেসরকারি স্কুলগুলি মাত্রাছাড়া ফি নিচ্ছে। ফলে শিক্ষা সাধারণ পরিবারের পড়ুয়াদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সব রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনার দাবিও তোলেন অম্বেডকর। তাঁর কথায়, ‘‘আমাদের আন্দোলনের ফলেই মহারাষ্ট্র সরকার বেসরকারি স্কুলগুলিরও ফি নিয়ন্ত্রণ করার আইন তৈরি করেছে। আমরা চাই ওই রকম আইন সব রাজ্যেই কার্যকর হোক। সেই দাবিতে আমরা আন্দোলন করব।’’ এর প্রতিক্রিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী তো এ বিষয়ে আগেই উদ্যোগী হয়ে বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সব স্কুল সহমত হয়নি। আমরাও চাই, বেসরকারি স্কুলগুলি মাত্রাছাড়া ফি না নিক। কিন্তু শুধু আইন করলেই তো হবে না। সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে এগোতে হবে। এ রাজ্যে এখনও সহমত গড়ে ওঠেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement