১৬ ওয়ার্ডই চান অভিষেক

রাজ্যে সরকার তাঁদের। তিনি নিজেও ডায়মন্ড হারবার থেকে শাসক দলের সাংসদ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডেই তৃণমূলকে জয়ী করার আবেদন জানালেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৭ ০৪:০৯
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যে সরকার তাঁদের। তিনি নিজেও ডায়মন্ড হারবার থেকে শাসক দলের সাংসদ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূজালি পুরসভার ১৬টি ওয়ার্ডেই তৃণমূলকে জয়ী করার আবেদন জানালেন দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পূজালিতে শনিবার প্রচারে গিয়ে শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে ওরিয়েন্ট মোড় থেকে বড় বটতলা পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন অভিষেক। তবে স্থানীয় সূত্রের খবর, বজবজ, মহেশতলার মতো এলাকা থেকে লোকজন আনা হয়েছিল ওই কর্মসূচিতে। বজবজের বিধায়ক অশোক দেবও ছিলেন। জনসংযোগ করবেন বলেই সমাবেশ না করে পদযাত্রায় গুরুত্ব দেন যুব তৃণমূল সভাপতি। যদিও স্থানীয় মহলের মতে, ভিড় কেমন হবে, তা নিয়ে ঝুঁকি নিতে চাননি এলাকার তৃণমূল নেতৃত্ব। তাই রোড-শো’র কর্মসূচি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement