আজ সবংয়ে অভিষেক

এমন পরিস্থিতিতে শেষ বেলার প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো নেতার উপস্থিতিতে প্রচারের তোড়জোড় হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০১:৫৯
Share:

তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেউ বলছেন বেইমান, কেউ দলবদলু, কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন তিনি এক তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত। তিনি প্রার্থী নন। তবু সবং উপ-নির্বাচনে বিরোধীদের সকলের সমালোচনার নিশানাতেই মানস ভুঁইয়া। তাঁর স্ত্রী গীতারানি ভুঁইয়া তৃণমূলের প্রার্থী হওয়ায় বিরোধীদের প্রচারে উঠে আসছে ‘নারী স্বাধীনতায় হস্তক্ষেপে’র ব্যাখ্যাও। স্যোশাল মিডিয়াতেও বাক্যবাণে বিদ্ধ হচ্ছে তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।

Advertisement

এমন পরিস্থিতিতে শেষ বেলার প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো নেতার উপস্থিতিতে প্রচারের তোড়জোড় হচ্ছে। আজ, শনিবার দুপুরে সবংয়ের চাঁদকুড়ি হাইস্কুল মাঠে সভা করবেন অভিষেক। শুক্রবার দিনভর তার চূড়ান্ত প্রস্তুতি চলেছে। ওই প্রচারসভার জন্য প্রায় চারশো পুলিশকর্মী নিযুক্ত হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর প্রচারের শেষ তিন দিন আবার তৃণমূলের পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকবেন শুভেন্দু। দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “আমাদের প্রার্থীর জয় নিশ্চিত। এখানে কে কার স্ত্রী সেটা বড় কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ ভোট দেবেন। প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সিপিএম। বিজেপি ও কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই।”

বসে নেই বিরোধীরাও। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এসে মানস ভুঁইয়াকে কড়া ভাষা বিঁধে গিয়েছেন। দলের প্রার্থী চিরঞ্জীব ভৌমিকও বলছেন, “আমাদের মূল প্রতিদ্বন্দ্বী মানস ভুঁইয়ার স্ত্রী। কংগ্রেসের প্রতীকে জিতেও দলবদলে মানস ভুঁইয়া যে বেইমানি করেছেন তা বিচার করেই মানুষ ভোট দেবেন।”

Advertisement

সিপিএমও মানসকে ‘বিশ্বাসঘাতক’ বলে সমালোচনা করেই নিবিড় প্রচারে জোর দিয়েছে। সিপিএম প্রার্থী রিতা মণ্ডল জানা বলেন, “আমি মনে করি তাঁর স্ত্রী নন, মানস ভুঁইয়া নিজেই প্রার্থী। স্ত্রীকে কথা বলতে না দিয়ে তিনি নিজে প্রচার করছেন। এটা নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। মানুষ এমন প্রার্থীকে ভোট দেবে না।” গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মী খুনে মানসের নাম জড়ানো কথাও প্রচারে তুলে ধরছে বিরোধীরা। বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যের কথায়, “তৃণমূল প্রার্থীকে মানুষ চাইছে না। এমনকী তৃণমূল কর্মী খুনে অভিযুক্তকে সবংয়ের তৃণমূলও চাইছে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement