State News

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’সপ্তাহ বেলভিউ ক্লিনিকে কাটানোর পর সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিষেক এখন সুস্থ এবং বিপন্মুক্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১৯:২১
Share:

—ফাইল চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’সপ্তাহ বেলভিউ ক্লিনিকে কাটানোর পর সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অভিষেক এখন সুস্থ এবং বিপন্মুক্ত। তাঁর স্বাভাবিক খাওয়া-দাওয়া এবং চলাফেরার উপরও আর কোনও বিধিনিষেধ থাকছে না বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

Advertisement

১৮ অক্টোবর বহরমপুর থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সিঙ্গুরের কাছে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখের হাড় ভেঙে যায়, বাঁ চোখের নীচে গভীর ক্ষত তৈরি হয়। দুর্ঘটনাস্থল থেকে সরাসরি তাঁকে নিয়ে আসা হয়েছিল বেল ভিউ ক্লিনিকে। সেই থেকে টানা ১৪ দিন তিনি হাসপাতালেই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাঙা হাড় জোড়া দিতে এবং মুখমণ্ডলের ত্বককে আগের অবস্থায় ফিরিয়ে আনতে জটিল অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচারের পরেই অবশ্য তাঁকে সাধারণ শয্যায় স্থানান্তরিত করা হয়েছিল।

মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদের আর কোনও বিপদ নেই বলেই চিকিৎসকরা মনে করছেন। তাই সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: কালীপুজো দেখতে বেরিয়ে পাড়ার যুবকদের হাতেই ধর্ষিত দুই কিশোরী, মৃত ১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement