Abhishek Banerjee Meeting

ফের বদলাল অভিষেকের বৈঠকের দিন! রবিবার নয়, শনিবারই হবে জেলার নেতাদের সঙ্গে আলোচনা

১৬ মার্চ নয়, ১৫ মার্চই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে ১৫ মার্চই বৈঠক হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে খবর, পরে তা বদলে ১৬ মার্চ করা হয়। ওই বৈঠকের দিন ফের বদলে ১৫ মার্চ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২০:৫৪
Share:
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিন ফের বদল করা হল। আগামী ১৫ মার্চই হবে বৈঠক। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের নতুন সূচির বিষয়ে রবিবার দলের সর্বস্তরের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ভোটার তালিকা সংক্রান্ত গরমিলের অভিযোগ খতিয়ে দেখতে নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের পথে নামার নির্দেশ দেন। এর পরেই গত বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু ওই বৈঠকে অভিষেক ছিলেন না। গত বৃহস্পতিবারের ওই বৈঠক শেষে জানা যায়, জেলাস্তরের নেতাদের নিয়ে পরে বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে জানা যায়, আগামী ১৫ মার্চ বৈঠকে বসবেন অভিষেক। কিন্তু পরে দলীয় সূত্রে জানা যায়, বৈঠকটি ১৬ মার্চ হবে। অভিষেকের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ১৫ মার্চ দোলের কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু রবিবার ফের দলের সর্বস্তরে জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ মার্চই হবে বৈঠক। আগামী শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়ালি ওই বৈঠক করবেন অভিষেক। ওই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা। কী কারণে রবিবারের বদলে ফের শনিবারই বৈঠকটি হচ্ছে, তার কোনও কারণ এখনও জানা যায়নি।

Advertisement

দলীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার জেলা নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের ওই বৈঠকে স্থির হয়েছিল ভোটার তালিকায় গরমিল খুঁজতে জেলাস্তরেও কমিটি গঠন করা হবে। বৈঠকে ঠিক হয়েছিল, সাংগঠনিক জেলাভিত্তিক কমিটি করে দ্রুত ভোটার তালিকায় গরমিলের খোঁজে নামা হবে। কিন্তু বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্ত ওই রাতেই স্থগিত হয়ে যায়। সূত্রের খবর, কমিটি গঠনের এই প্রক্রিয়া সম্পর্কে ‘অবহিত’ ছিলেন না তৃণমূলনেত্রী। বিষয়টি জানতে পেরে আপাতত তা স্থগিত রাখতে বলেছেন তিনি।

ভোটার তালিকা যাচাইয়ের কাজে দলের জেলাস্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত হওয়ার পরে শনিবারই জানা যায়, অভিষেকের বৈঠকের দিনও বদলে গিয়েছে। আগামী সপ্তাহের শনিবারের বদলে রবিবার বৈঠকটি হবে বলে স্থির হয়েছিল। ওই বৈঠকের দিন ফের বদলে শনিবারই রাখা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement