ফাইল চিত্র।
তাঁকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। তাই আগামী ৩-১০ জুন পর্যন্ত তাঁকে যেন না ডাকা হয়। এই মর্মে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)-কে জানিয়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ইডি জানায়, বিদেশ যাওয়া চলবে না। তাই ইডির এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক ছাড়াও গুরুতর আহত হয়েছিলেন তাঁর কয়েক জন নিরাপত্তারক্ষী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিষেকের চোখের অস্ত্রোপচার করা হয়।