pirzada Abbas siddiqi

বাংলার ভোটে ‘কিং মেকার’ হতে চান, নতুন দলের ঘোষণা আব্বাসের

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন আব্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ২২:১৩
Share:

নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে ওই দল অংশগ্রহণ করবে এবং তাতে নেতৃত্ব দেবেন আব্বাস। তবে নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন না, এক জন ‘কিং মেকার’ হিসেবে কাজ করবেন বলে জানালেন আব্বাস।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’ (আইএসএফ) নামে একটি রাজনৈতিক দলের সূচনা করেন আব্বাস। মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই নতুন এই দল গঠন করা হয়েছে বলে জানান আব্বাস। তাঁর মতে, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের মুসলিম, দলিত ও আদিবাসীদের কোনও উন্নয়ন হয়নি। উল্টে হিন্দু-মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছেন তিনি। ওই সব বঞ্চিতদের কথা ভেবেই এই নতুন দল গঠন করা হয়েছে। এই দল সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।’’

নতুন এই দলের সঙ্গেই আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) আসন্ন বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেধে লড়াই করবে বলে জানান আব্বাস। তিনি বলেন, ‘‘এই রাজ্যে এআইএমআইএম-এর কোনও সংগঠন নেই। ওয়াইসি মনে করেন এই রাজ্যের পরিস্থিতি আমি ভাল জানি। তাই উনি আমার নেতৃত্বে লড়তে রাজি হয়েছেন। আমাদের এই ফ্রন্টের নামও তিনি শুনেছেন এবং যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশও করেছেন।’’ আব্বাসের এই দলে কোন কোন রাজনৈতিক দল যুক্ত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কিছু দিন আগে আব্বাসের সঙ্গে দেখা করতে ফুরফুরা শরিফে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বৃহস্পতিবার আব্বাস বলেন, ‘‘এই দলের সঙ্গে কারা যুক্ত হবে তা এখনও ঠিক হয়নি। তবে আমরা একটা মহাজোট চাই। এই মহাজোটে যারা আসবেন না, তারা আমাদের প্রতিপক্ষ।’’ আব্বাসের মতে, ‘‘এ রাজ্যে বিজেপি সক্রিয় ছিল না। মমতাই তো বিজেপিকে নিয়ে এসেছে। ভোট কাটার ভয় যদি উনার থাকে তবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনা করা উচিত ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement