আপের বিক্ষোভ ইডি-র আঞ্চলিক দফতরের সামনে। বিধাননগরে। —নিজস্ব চিত্র।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগে ইডি-র আঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখাল আম আদমি পার্টি (আপ)। বিধাননগরের সিজিও কমপ্লেক্সের বাইরে বৃহস্পতিবার সিপিএমের মিছিল এসে পৌঁছনোর আগে বেশ কিছু ক্ষণ বিক্ষোভ দেখিয়েছেন আপের কর্মী-সমর্থকেরা। রাজ্য আপের মুখপাত্র অর্ণব মৈত্রের দাবি, ‘‘সম্পূর্ণ মনগড়া অভিযোগে আমাদের সাংসদ সঞ্জয় সিংহকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১৫ মাস ধরে তদন্ত চালিয়ে ইডি কিছু পায়নি, ওঁর বাড়ি তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। সংসদে আদানিদের বিরুদ্ধে সরব ছিলেন সঞ্জয়। তাঁর মুখ বন্ধ করতে এবং নরেন্দ্র মোদীকে খুশি করতেই তাঁকে গ্রেফতার করেছে ইডি।’’ রাজ্যে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের কী হল, সেই প্রশ্নও তুলেছেন আপ নেতারা।