মুন্ডুহীন দেহ উদ্ধার নন্দীগ্রামে

পরিবারের দাবি, মঙ্গলবার রাতে অভিজিৎ একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফেরেননি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ০০:৪৮
Share:

প্রতীকী ছবি।

এক যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধার হল নন্দীগ্রামে। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের তেরপেখ্যার কাছে হলদি নদীর তীরে দেহটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ মাইতি (৩০)। তিনি নন্দীগ্রামের গোপালচক তৃতীয় খণ্ড জলপাই গ্রামের বাসিন্দা।

Advertisement

পরিবারের দাবি, মঙ্গলবার রাতে অভিজিৎ একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। আর ফেরেননি। বুধবার দিনভর খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি। ওই দিনই সন্ধ্যায় হলদি নদীর তীরে একটি পলিথিনে মোড়া দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মোড়ক খুলতে দেখা যায় এক যুবকের মুন্ডুহীন দেহ।

অভিজিৎ বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে একটি ভেড়িতে ম্যানেজারের কাজ করতেন। অভিযোগ, তাঁকে গলা কেটে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। যদিও কী কারণে খুন করা হয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়। এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement