Partha Chatterjee

Partha Chatterjee: কাকে অলঙ্কার কিনে দিচ্ছেন পার্থ? অর্পিতা? বিপণির ছবি প্রকাশ্যে, নতুন জল্পনা শুরু

অলঙ্কারের বিপণিতে পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে এক মহিলা। তিনি কে? অর্পিতা মুখোপাধ্যায়? ছবি ঘিরে নতুন জল্পনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ২১:২৮
Share:

পার্থর এই ছবি ঘিরেই শুরু নতুন জল্পনা।

মুখে সার্জিক্যাল মাস্ক। পরনে মেরুন হাফহাতা পাঞ্জাবি-সাদা পাজামা। একটি গয়নার দোকানে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশের আসনে এক মহিলা। পরনে কালো শাড়ি। খোলা চুল আড়াল করে রেখেছে মুখ। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু জল্পনা। গয়না বিপণিতে কাকে গয়না কিনতে নিয়ে গিয়েছিলেন পার্থ? তবে কি তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে?

Advertisement

একটি সূত্রের দাবি, ওই ছবিটি মধ্যমগ্রামের একটি অলঙ্কার বিপণির। গত বছর ওই বিপণিতে গিয়েছিলেন পার্থ। সঙ্গের ওই মহিলা কে, তা অবশ্য কোনও ভাবেই জানা যায়নি। তবে জল্পনা, ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে নিয়েই গিয়েছিলেন পার্থ।

ঘটনাচক্রে, এর আগে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বিপণিতে শোভন চট্টোপাধ্যায়ের ছবি প্রকাশ্যে এসেছিল। এ বার পার্থের ছবি সামনে এল। তবে শোভন-বৈশাখী বরাবরই কোনও রাখঢাক করেননি। ছবি প্রকাশিত হলেও তোয়াক্কা করেননি।

Advertisement

গত শুক্রবার পার্থের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে জেরা করে আধিকারিকরা পৌঁছে যান তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের অভিজাত আবাসনে। সেখান থেকে উদ্ধার হয় নগদ প্রায় ২২ কোটি টাকা। ৭৯ লক্ষ টাকার গয়না, ১৮টি মোবাইল ফোন। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। সঙ্গে সোনা-রুপোর বাট, কয়েন, গয়নাও। আদালতের নির্দেশে ৩ অগস্ট পর্যন্ত অর্পিতা এবং পার্থ ইডির হেফাজতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement