—প্রতিনিধিত্বমূলক ছবি।
চলতি অর্থবর্ষের বাজেটে অল্প বরাদ্দ বেড়েছে শিক্ষাখাতে। স্কুলশিক্ষায় ৪১,১৫৩.৭৯ কোটি টাকা এবং উচ্চ শিক্ষায় ৬৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে পড়ুয়াদের সহায়তার চিরাচরিত প্রকল্পগুলি ছাড়া নতুন উদ্ভাবনী কোনও প্রকল্প বা ভবিষ্যতের দিশার রূপরেখার ছাপ কার্যত পড়েনি এই বাজেটে। গত ১৩ বছরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বেড়েছে রাজ্যে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
রাজ্যে ১০০ শতাংশ স্কুলে ‘মিড ডে মিল’-এর জন্য জ্বালানি গ্যাসের সিলিন্ডার সরবরাহের ব্যবস্থাও হয়েছে বলে খবর সরকারি সূত্রের। শিক্ষা ব্যবস্থা সবার জন্য, এই বার্তা ছড়িয়ে দিতে সহানুভূতি বৃত্তি প্রকল্পে ৪১৪০ জন প্রতিবন্ধকতাযুক্ত পড়ুয়ার জন্য ৬.৭০ কোটির বেশি বরাদ্দ হয়েছে। ২০২৫ সালের শিক্ষাবর্ষে ব্রেলে ৪১ হাজার পাঠ্যবই ছাপার কথা জানান অর্থমন্ত্রী। ‘কন্যাশ্রী ৩’ প্রকল্পে মেয়েদের উচ্চশিক্ষায় সাহায্য বহাল আছে। চলতি বছরে এই খাতে ১৭ হাজার আবেদন জমা পড়েছে। সরকারি ও সরকার পোষিত গ্রন্থাগারের নির্মাণ, মেরামতির জন্য তহবিল রয়েছে। গ্রামীণ গ্রন্থাগারে ৭৩৮টি পদের ৬৮৬টিতে নিয়োগ সম্পূর্ণ হয়েছে বলে রাজ্যের দাবি।