প্রতীকী ছবি।
অন্যদের জীবিকা নির্বাহে সহায়তা করেন তাঁরা। অথচ তাঁরাই পারিশ্রমিক পাচ্ছেন না দীর্ঘ ২৬ মাস ধরে। অগত্যা বকেয়া বেতনের দাবিতে কলকাতায় আন্দোলন শুরু করেছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিযুক্ত জীবিকা সেবকেরা।
বৃহস্পতিবার দুপুরে জীবিকা সেবকেরা রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসেন। জীবিকা সেবক সংগঠনের সভাপতি চন্দন ঘোষ জানান, ২৬ মাস ধরে তাঁদের বেতন বন্ধ। জেলা প্রশাসন ও নবান্নে বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। এ দিন নবান্নে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।
প্রশাসনের খবর, বাম আমলে ১০০ দিনের কাজ প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মূলত অনুন্নত জেলাগুলির পঞ্চায়েতে এক জন করে জীবিকা সেবক নিয়োগ করা হয়েছিল। আন্দোলনকারীরা জানান, তাঁরা মাসে সাড়ে সাত হাজার টাকা বেতন পেতেন। ১০০ দিনের কাজ প্রকল্পের অধীনে পঞ্চায়েতগুলিতে জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান-সহ নানান কাজে তাঁদের নিয়োগ করা হয়। নির্বাচনের কাজেও তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে আন্দোলনকারীদের দাবি। ‘‘অন্যদের জীবিকায় সাহায্য করা আমাদের কাজ। কিন্তু আমাদের জীবিকাই এখন সঙ্কটে,’’ বলেন সংগঠনের সম্পাদক বিপ্লব রায়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই জীবিকা সেবকদের আর্থিক বিষয়টি সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ছিল। পরে কেন্দ্র এই বিষয়টির আর্থিক দেখাশোনা থেকে নিজেদের সরিয়ে নেয়। তাই রাজ্য সরকারের ‘হাত-পা’ বাঁধা। তার পরেও রাজ্য সরকার ছ’-সাত মাস জীবিকা সেবকদের আর্থিক ভাবে সহায়তা করেছিল বলে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি। তিনি জানান, জীবিকা সেবকদের প্রতি রাজ্য সরকারের সম্পূর্ণ সহানুভূতি আছে।