রোগীর হুমকি

হাওড়া জেলা হাসপাতালের ছাদে উঠে এক রোগীর আত্মহত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ জানায়, রফিকুল মল্লিক নামে ওই মানসিক ভারসাম্যহীন রোগী কোনও ভাবে পাঁচতলার ছাদে উঠে যান। হাসপাতাল-কর্তৃপক্ষ লোকজন নিয়ে তাঁকে ধরতে গেলে ওই রোগী ছাদ থেকে লাফিয়ে পড়ার হুমকি দেন। দমকল ও পুলিশ এলে ওই রোগী ছাদে জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকে যান। দমকলকর্মীরা তাঁকে থেকে উদ্ধার করেন। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ভবানী দাস বলেন, ‘‘ভুল ঠিকানা দিয়ে কেউ রফিকুলকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিলেন। পরে জানা যায়, ওই রোগীর বাড়ি বর্ধমানে।’’

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:১১
Share:

হাওড়া জেলা হাসপাতালের ছাদে উঠে এক রোগীর আত্মহত্যার হুমকির ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ জানায়, রফিকুল মল্লিক নামে ওই মানসিক ভারসাম্যহীন রোগী কোনও ভাবে পাঁচতলার ছাদে উঠে যান। হাসপাতাল-কর্তৃপক্ষ লোকজন নিয়ে তাঁকে ধরতে গেলে ওই রোগী ছাদ থেকে লাফিয়ে পড়ার হুমকি দেন। দমকল ও পুলিশ এলে ওই রোগী ছাদে জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকে যান। দমকলকর্মীরা তাঁকে থেকে উদ্ধার করেন। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ভবানী দাস বলেন, ‘‘ভুল ঠিকানা দিয়ে কেউ রফিকুলকে ভর্তি করিয়ে দিয়ে গিয়েছিলেন। পরে জানা যায়, ওই রোগীর বাড়ি বর্ধমানে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement