—নিজস্ব চিত্র।
বুধবার রাতে ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারালেও তার প্রভাবে লন্ডভন্ড হল নদীয়ার বাগচড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার ভোর রাতে কয়েক মিনিটের দমকা হাওয়ায় ভেঙে চুরমার হল একাধিক বাড়ি। মারা গিয়েছে কয়েক হাজার পোল্ট্রি মুরগি। নষ্ট হয়েছে সম্পত্তি।
বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এবং হিজুলি এলাকায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ওই কয়েক মিনিটের ঝড়ে, আশঙ্কা গ্রামবাসীদের। একদিকে করোনা সংক্রমণ, অন্য দিকে লকডাউনের জেরে এমনিতেই আর্থিক সঙ্কটে ভুগছেন সাধারণ মানুষ। তার উপর ঘূর্ণিঝড় ইয়াস। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, ভেঙে পড়েছে একাধিক আম গাছ এবং বিদ্যুতের খুঁটি।
গ্রামবাসীরা বলছেন, সরকার এবং প্রশাসন যদি সাহায্য করে, তবেই তাঁদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব।