নিষ্প্রভ তৃণমূলের মিছিল

নারদ-কাণ্ডে এমনিতেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল। তার উপর বিরোধীদের পাল্টা মিছিল করতে পথে নেমে অস্বস্তি আরও বাড়ল!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:০৭
Share:

পাল্টা: বৃহস্পতিবার তৃণমূলের মিছিল।— নিজস্ব চিত্র।

নারদ-কাণ্ডে এমনিতেই অস্বস্তিতে রয়েছে তৃণমূল। তার উপর বিরোধীদের পাল্টা মিছিল করতে পথে নেমে অস্বস্তি আরও বাড়ল!

Advertisement

নারদ-কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার বামেদের মিছিলে স্তব্ধ হয়ে গিয়েছিল মধ্য কলকাতা। ২৪ ঘণ্টার মধ্যে মহিলা তৃণমূলের মিছিল আড়ে-বহরে তার কাছেও দাঁড়াতে পারল না। বৃহস্পতিবার দুপুরের ঠা ঠা রোদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলের শেষে চোখে পড়ল মেরেকেটে শ’পাঁচেক মহিলা কর্মীকে। তবে আজ শুক্রবার কলকাতা জেলা তৃণমূলের ডাকে ফের মিছিল হবে শিয়ালদহ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত।

এ দিন মিছিলের নেতৃত্ব দেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা, বিধায়ক স্মিতা বক্সী প্রমুখ। তা ছাড়া ছিলেন নারদ-কাণ্ডে অভিযুক্ত মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী তথা তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়ও। মিছিলের ছন্নছাড়া ভাব নিয়ে প্রশ্ন করা হলে চন্দ্রিমা দাবি করেন, ‘‘শুরুতে প্রায় ছ’সাত হাজার মহিলার জমায়েত হয়েছিল, পরে লোক কমে যায়!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement