Cleric arrested

পূর্ব বর্ধমানের তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের ধর্মগুরু! আত্মসমর্পণ করলেন নিজেই

কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘‘সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ২০:৫০
Share:

—প্রতীকী চিত্র।

পূর্ব বর্ধমানের বাসিন্দা এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের এক ধর্মগুরু। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী অভিযোগ দায়ের করার পরেই কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন অভিযুক্ত। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় মঙ্গলবার কাটোয়া আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। এর পর বুধবার মঙ্গলকোট থানার পুলিশ অভিযুক্ত ধর্মগুরুকে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কাটোয়া আদালত তা মঞ্জুর করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ধর্মগুরু সমাজমাধ্যমে পরিচিত মুখ। তাঁর ‘বচনে’ আকৃষ্ট হয়েই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই তরুণী। এর পর ২০২৩ সালে মে মাস নাগাদ বীরভূমের একটি আসরে তাঁদের প্রথম সাক্ষাৎ। তার পরেই ধর্মগুরুর ‘ভক্ত’ থেকে ‘শিষ্যা’ হয়ে যান তরুণী। দীক্ষাদান মুর্শিদাবাদের বেলডাঙার একটি আসরে। তরুণীর দাবি, তাঁর জীবনের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘গুরুজি’। তারই সুযোগ নিয়ে গুরুজি তাঁকে ধর্ষণ করেন বলে দাবি তরুণীর। এর জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। তরুণীর দাবি, এর পর গত জুলাই মাসে তরুণী গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও প্রাণে বেঁচে যান। দীর্ঘ দিন চিকিৎসার মধ্যে থাকতে হয় তরুণীকে। একটু স্থিতিশীল হওয়ার পর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তিনি মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।

কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘‘সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement