অর্পিতা আর্য। ছবি: সংগৃহীত।
ভোরবেলা থেকে একটানা কেঁদেই চলেছে ভাড়াটিয়ার শিশু। সন্দেহ হওয়ায় দেখতে গিয়েছিলেন বাড়ির মালিক। জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, রান্নাঘরে মায়ের গলাকাটা দেহ পড়ে রয়েছে। আর এ দিকে বিছানায় শুয়ে কেঁদেই চলেছে তাঁর দেড় বছরের সন্তান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের চকচকা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম অর্পিতা আর্য। গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। স্বামী দিনহাটার একটি চালকলে কাজ করেন। নাইট ডিউটিতে ছিলেন তিনি। সোমবার ভোরে শিশুটির কান্নাকাটি শুনে বাড়ির মালিক তাঁদের ঘরে গিয়েছিলেন। তখনই তিনি মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান। তিনিই পড়শিদের খবর দেন। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে।
অর্পিতাদের বাড়ি কোচবিহারের কালজানি এলাকায়। বাড়ির মালিক হীরামনচন্দ্র দাস বলেন, ‘‘ন’মাস ধরে ওঁরা ঘরভাড়া নিয়ে রয়েছেন। ওঁদের দেড় বছরের পুত্রসন্তান রয়েছে। ভোর সাড়ে ৪টে থেকে বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। আমাদের সন্দেহ হয়। আমরা ঘরে গিয়ে দেখি, রান্নাঘরে মহিলা গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে।’’
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এবং কী কারণে মহিলা খুন হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্বামীর সঙ্গে কোনও বিষয় নিয়ে গন্ডগোল ছিল কি না, তা দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও।