Body found in Narendrapur

ক্লাসরুমে ঝুলছে শিক্ষকের দেহ! নরেন্দ্রপুরের স্কুলে চাঞ্চল্য, আত্মহত্যা না কি খুন, তদন্তে পুলিশ

ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:১৯
Share:

—প্রতীকী চিত্র।

ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজেশ রজক (২৮)। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা তিনি। ওই স্কুলে হিন্দি পড়াতেন রাজেশ। পরিবারের লোকেদের থেকে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা খুঁজতে খুঁজতে স্কুলে যান। পরে স্কুলের একটি ক্লাসঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাজেশের দেহ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কোনও একটি কারণে বাড়িতে প্রবল অশান্তি হয়েছিল। এর পর শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান রাজেশ। তার পর দুপুরে স্কুল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পরিবারের লোকেরা জানিয়েছেন, স্কুলের চাবি রাজেশের কাছে ছিল। সেই কারণেই তাঁদের ধারণা হয়েছিল, রাজেশ স্কুলেই গিয়েছেন। পারিবারিক কারণে যুবক আত্মহত্যা করেছেন, মৃত্যুর নেপথ্যে অন্য কারণ, তা এখনও স্পষ্ট নয়। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীদের একাংশ।

Advertisement

শিক্ষকের দেহ উদ্ধারের পর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পাশাপাশি, পরিবারের লোক এবং স্কুলের সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement