Accident

Birbhum Bus Accident: বাসের ধাক্কা অটোয়, রামপুরহাটে মৃত ৮ মহিলা যাত্রী ও অটোচালক

বীরভূমে সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল নয় জন অটো যাত্রীর। মঙ্গলবার ঘটনাটি ঘটে রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৭:৫৬
Share:

বীরভূমের মল্লারপুরে বাসের সঙ্গে অটোর ধাক্কা। পথে বলি নয় জন যাত্রী। নিজস্ব চিত্র।

বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত আট মহিলা যাত্রী-সহ নয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানাচ্ছেন, চালক-সহ মৃতরা সকলেই অটোর যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। সেখানে এসেছেন এসডিপিও। ঠিক কী কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হবে।

Advertisement

জানা গিয়েছে, রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন নয় জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী। পুলিশ সূত্রে খবর, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তারা প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতদের বাড়ি রামপুরহাট ১ নম্বর ব্লকের পারকান্দি গ্রামে। তাঁরা দলবেঁধে ধান পোঁতার কাজ সেরে গ্রামে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

মৃতরা হলেন — সীতারাম হেমব্রম (২২), যশোমতী হেমব্রম (৫০), হোপেনকুরি বেসরা (৩০), হোপেন হেমব্রম (৩৫), মাকু হেমব্রম (১৮), সোনদি হেমব্রম (৪০), সাকিলা হেমব্রম (৫৪), লখি হাঁসদা (৩৫) এবং বাসন্তি সোরেন (৩৫)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement