গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁর বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পালা। স্পিকার না রাজ্যপাল কে তাঁকে শপথগ্রহণ পাঠ করাবেন তা নিয়ে শুরু হয়েছে তরজা। রাজ্যপাল জগদীপ ধনখড় নিজেই শপথ দেওয়াতে ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আজ, মঙ্গলবার মমতার শপথ নিয়ে চূড়ান্ত ভাবে সিদ্ধান্তের কথা জানাতে পারে রাজভবন। ফলে নজর থাকবে মমতার শপথ গ্রহণ সংক্রান্ত খবরের দিকে।
সোমবার কলকাতা হাই কোর্টে ধাক্কা খেয়েছে সিবিআই। ওই দিন আদালতের নির্দেশে, স্পিকারের তলবে বিধানসভায় হাজির হতে হয়েছে বিধানসভায়। তবে স্পিকারের সেই এক্তিয়ার রয়েছে কি না তা নিয়ে করা মামলার আজ শুনানি হতে পারে উচ্চ আদালতে। বেলা দুটো নাগাদ ওই বিষয়টি শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিবিআই ও ইডি-র হয়ে সওয়াল করতে পারেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আজ ওই মামলাটি নিয়ে কী হয় সে দিকে নজর থাকবে।
এ ছাড়া আজ নজর থাকবে শাহরুখ-পুত্র আরিয়ান খানের দিকে, লখিমপুর খেরি, রাজ্যের বন্যা ও প্যান্ডোরা পেপার্স, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা, আবহাওয়া ও আইপিএল ম্যাচের দিকে। বিকেল সাড়ে ৩টে নাগাদ পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রয়েছে আইপিএল। আজ রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ রয়েছে।