Parrots

যাত্রীবাহী বাসে পাখি পাচার! ৩০০ টিয়া ও ২০টি ময়না উদ্ধার দুর্গাপুরে

জানা গিয়েছে, মঙ্গলবার একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালান বন দফতরের আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ২১:২৬
Share:

৩০০টি টিয়া উদ্ধার করেন বোন বন দফতরের অফিসাররা।

পাখি পাচারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হল দুর্গাপুরে।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ২ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর টোল প্লাজায় ৩০০টি রোজ রিঙ্ড এবং প্লাম হেডেড প্যারাকিট প্রজাতির টিয়া এবং ৩০টি ময়না উদ্ধার করেন বন দফতরের অফিসাররা।

Advertisement

দুর্গাপুরের বিভাগীয় বনাধিকারিক নীলরতন পাণ্ডা বলেন, ‘‘সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার বিহারের পটনা থেকে আসা বাসে তল্লাশি চালান বন দফতরের আধিকারিকরা। তখনই কলকাতাগামী ওই বাস থেকে ৩টি বাক্স বোঝাই পাখি উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয় বাসের চালল এবং তার সহকারীকে।’’

বেআইনিভাবে পাখিগুলিকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল পাচারের জন্য

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে ওই পাখিগুলিকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল পাচারের জন্য। বর্ধমান ও দুর্গাপুর বন দফতরের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে পাখিগুলো উদ্ধার করেন।

আরও পড়ুন: পিকে-র বিরুদ্ধে ক্ষোভ, শীলভদ্র দত্তের দেখা পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক​

নীলরতন জানান, এই ঘটনায় গ্রেফতার দু’জনের নাম সোনু তিওয়ারি এবং রঞ্জন মিশ্র। তদন্ত শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে (১৯৭২) মামলাও রুজু করা হয়েছে। তাদের বুধবার আদালতে তোলা হবে।

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে আরও জমি, আরও ৪ লক্ষ কর্মসংস্থান, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement