Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে কলকাতা বনাম বেঙ্গালুরুর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ০৭:০৫
Share:

ফাইল চিত্র।

ইউক্রেনের রাজধানী কিভ এবং চেরনিহিভ থেকে সেনা তৎপরতা কমানোর কথা ঘোষণা করেছে রাশিয়া। মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে আলোচনার পর এ কথা জানিয়েছেন রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী। ফলে এই অবস্থায় পরিস্থিতি শান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ, বুধবার নজর থাকবে সে দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

রামপুরহাট-কাণ্ড

Advertisement

রামপুরহাট-কাণ্ডে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এক প্রভাবশালীর নামও উঠে আসছে। সেই তদন্তের দিকে আজ নজর থাকবে। এ ছাড়া নজর থাকবে বগটুই গ্রামের পরিস্থিতির দিকে। গ্রামছাড়া মানুষেরা গ্রামে ফিরছেন কি না, তা-ও নজরে থাকবে।

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা

চতুর্থ দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আজ সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

গ্রাফিক- সনৎ সিংহ।

মুকুল মামলা হাই কোর্টে

আজ মুকুল রায়ের দলত্যাগবিরোধী আইন মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা।

আইপিএল

আজ আইপিএলে কলকাতা বনাম বেঙ্গালুরুর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

দুই কেন্দ্রের উপনির্বাচন

আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে রাজ্যে। ভোটারদের মনোবল বাড়াতে আজ থেকে রুট মার্চ শুরু করবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement