summer

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে কলকাতা বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

বুধবার রাজ্যের সাত জেলায় তাপপ্রবাহ চলে। কিছু জেলায় তাপমাত্রা একটু কমেছে। তবে আজ, বৃহস্পতিবারও তাপমাত্রা কড়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের কোথায়, কত তাপমাত্রা থাকে সে দিকে নজর থাকবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

দেশের কোভিড পরিস্থিতি

Advertisement

দেশ জুড়ে কোভিডে সংক্রমিতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজার ছুঁতে চলল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯২৭। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৪৮৩। দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে সামান্য বেড়ে ০.৫৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এই অবস্থায় আজ নজর থাকবে সংক্রমণের সংখ্যা দিকের।

মুকুল-শুনানি বিধানসভায়

আজ বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার শুনানি রয়েছে। দুপুর ১টা নাগাদ স্পিকারের ঘরে শুনানি শুরু হবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

সিপিএমের রাজ্য কমিটির বৈঠক

আজ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। বেলা ১১টা নাগাদ আলিমুদ্দিন স্ট্রিটে ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।

আইপিএল

আজ আইপিএলে কলকাতা বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন। কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে সিনেমা চলছে। ওই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement