নিখোঁজ ২৭ মৎস্যজীবী

মৎস্য দফতর সূত্রের খবর, ১ জুন থেকে আবহাওয়া খারাপের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিলই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কাকদ্বীপ শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ০২:১৩
Share:

প্রতীকী ছবি।

গভীর সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগে তলিয়ে গেল চারটি ট্রলার। নিখোঁজ ২৭ জন মৎস্যজীবী। মৎস্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ জুন কাকদ্বীপ বন্দর ও সংলগ্ন এলাকার বিভিন্ন ঘাট থেকে এফবি দশভূজা, এফবি নয়ন, এফবি বাবাজি ও এফবি জয় যোগীরাজ নামে চারটি ট্রলার সমুদ্রে বেরিয়েছিল। শনিবার রাতে জাল পেতে মাছ ধরার সময়ে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়। ট্রলারটি উপকূলের দিকে ফিরছিল। সে সময়ে জলের তোড়ে তলিয়ে যায় চারটি ট্রলার। কয়েক জনকে উদ্ধার করা গেলেও খোঁজ নেই ২৭ জনের। গত বছর কাকদ্বীপের গভীর সমুদ্রে ট্রলার ডুবে মারা যান ২২ জন।

Advertisement

মৎস্য দফতর সূত্রের খবর, ১ জুন থেকে আবহাওয়া খারাপের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিলই। তা সত্ত্বেও গিয়েছিল কিছু ট্রলার। কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি, সতীনাথ পাত্ররা বলেন, ‘‘বিষয়টি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে জানিয়েছি। তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কাজ শুরু করবে।’’

ডায়মন্ড হারবারের সহ মৎস্য অধিকর্তা জয়ন্ত প্রধান বলেন, ‘‘বেশ কিছু ট্রলার তলিয়ে মৎস্যজীবী নিখোঁজ হয়েছে। সংখ্যাটা সঠিক জানা যায়নি। উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’’ তিনি জানান, আবহাওয়া খারাপের জন্য মৎস্য ও আবহাওয়া দফতর থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। তার পরেও যাঁরা গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement