WB Municipal Election

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি-২০ ম্যাচ রয়েছে ধর্মশালায়। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৮
Share:

প্রতীকী ছবি।

আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভার ভোটগ্রহণ রয়েছে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট ২,২৭৬টি বুথের জন্য ৪৪ হাজার বাহিনী মোতায়েন থাকবে। সব মিলিয়ে আজ, রবিবার নজর থাকবে এই ভোটের সমস্ত খবরের দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

ইউক্রেনের পরিস্থিতি

Advertisement

যুদ্ধ অব্যাহত রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। নজর থাকবে সে দিকে।

আনিস খান হত্যা-রহস্য

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠে আমতা। বামেদের বিক্ষোভ কেন্দ্রকে শুরু হয় উত্তেজনা। ওই ঘটনায় ৮ পুলিশকর্মী আহত হয়েছেন। এই অবস্থায় আজ সেখানকার পরিস্থিতি এবং ওই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ

উত্তরপ্রদেশের ভোট-বুক:

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী পরিক্রমায় আনন্দবাজার অনলাইন। শনিবার রাজধানী লখনউয়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে।

ভারত ও শ্রীলঙ্কা ম্যাচ

আজ ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় টি-২০ ম্যাচ রয়েছে ধর্মশালায়। সন্ধ্যা ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

রঞ্জি ট্রফি

আজ বাংলা বনাম হায়দরাবাদের রঞ্জি ট্রফির চতুর্থ দিনের ম্যাচ রয়েছে। সকাল ৯টা থেকে ওই খেলাটি শুরু হবে।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

রাজ্যের করোনা পরিস্থিতি

শনিবার রাজ্যে আরও কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। সংক্রমণ কমেছে কলকাতাতেও। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩৬ জন। আজ ওই সংক্রমণ কত থাকে সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement