নিয়োগ হবে ৬০০০। পরীক্ষার্থী ২৪ লক্ষ ৭০ হাজার!
আগামী ২০ মে, শনিবার রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষায় বসবেন তাঁরা। নবান্নের কর্তারা বলছেন, আগে সরকারি নিয়োগের কোনও পরীক্ষায় এত প্রার্থী হয়নি।
নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন নিয়ে মঙ্গলবার এক বৈঠক হয় নবান্নে। সেখানে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সাধারণ ও মেট্রো রেলের প্রতিনিধি, পরিবহণ দফতরের সচিব-সহ অন্য কর্তারা। পরে এক কর্তা বলেন, ‘‘প্রায় ২৫ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে গড়ে এক জন অভিভাবক ধরলে সংখ্যাটা দাঁড়াবে ৫০ লক্ষ।’’ তাঁর মতে, গঙ্গাসাগরে ৫ লক্ষ তীর্থযাত্রীকে সামলাতে হিমসিম খায় প্রশাসন। সেখানে শনিবার সারা রাজ্যে রাস্তায় থাকবেন ৫০ লক্ষ মানুষ। যাঁদের একটা বড় অংশই শহরমুখী। সে দিন তাই সকাল থেকেই সড়ক ও জলপথ পরিবহণকে বাড়তি পরিষেবা দিতে বলা হয়েছে। রেলকেও সতর্ক করা হয়েছে। পুলিশকে বলা হয়েছে ট্রাফিক সচল রাখতে। পরীক্ষার্থীদের একটা বড় অংশই যাতায়াত করবেন ফেরিতে। তাই কোনও লঞ্চেই যাতে অতিরিক্ত যাত্রী না ওঠেন, পন্টুন এবং গ্যাংওয়েতে যাতে হুড়োহুড়ি না পড়ে— দৃষ্টি রাখা হচ্ছে সে দিকে।
প্রতিটি ব্লক অফিস ও স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকছে ওই দিন। জেলা স্বাস্থ্য আধিকারিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিয়স্ক খুলতে বলা হয়েছে। দুপুর আড়াইটেয় শুরু হয়ে পরীক্ষা চলবে সওয়া এক ঘণ্টা। মোট ১০০ নম্বরের পুরোটাই ‘অবজেকটিভ’।