হাসানুর মোল্লা।
লরি চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের তেঁতুলিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসানুর মোল্লা (১৩)। বাড়ি স্বরূপনগর ব্যসস্ট্যান্ড এলাকায়। ওই ঘটনার পর তেঁতুলিয়া-ডাকবাংলো রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা ওই অবরোধ চলে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝালে অবরোধ তুলে নেয় তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে ১০টা নাগাদ সাইকেলে তেঁতুলিয়া সেতুর উপর দিয়ে মামাবাড়ি যাচ্ছিল সপ্তম শ্রেণির ওই ছাত্র। পাশ থেকে আসা একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় রাস্তার মাঝে ছিটকে পড়ে হাসানুর। সে সময় উল্টোদিক থেকে পাথর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির।
এরপরই ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কারণ রাস্তার পাশে বালি, পাথর রেখে ব্যবসা করা হচ্ছে। শুধু এই সেতুর ধারে নয় সংগ্রামপুর-ডাকবাংলো রাস্তার অনেক জায়গাতেই রমরমিয়ে চলছে ইমারতি দ্রব্যের ব্যবসা। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কামারুল গাজি, মিনা বিবি নামে বাসিন্দারা বলেন, “রাস্তা আটকে চলছে অবৈধ ইমারতি দ্রব্যের ব্যবসা। লাইসেন্স-বিহীন অনভিজ্ঞ চালকেরা এই রাস্তায় গাড়িও চালাচ্ছে। এই সব কারণেই ঘটছে দুর্ঘটনা। পুলিশের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।” পেশায় লরির খালাসি ওই কিশোরের বাবা ওয়াজেদ মোল্লা বলেন, “পুলিশ যদি এই রাস্তা নিয়ে একটু সচেতন হত, তা হলে এ ভাবে প্রাণ যেত না আমার ছেলের।”