ভর্তি ঘিরে ছাত্রী-শিক্ষক কাজিয়ায় উত্তপ্ত কলেজ

এক ছাত্রীর সঙ্গে শিক্ষকের গোলমালকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। আশিস মুখোপাধ্যায় নামে ওই শিক্ষককে মারধর করা হয়েছে বলে তাঁর স্ত্রীর অভিযোগ। ওই শিক্ষককে বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। পুলিশি সূত্রের খবর, এ দিন ওই কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য নৃতত্ত্বের মেধা-তালিকা তৈরির সময়েই গোলমালের সূত্রপাত। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সাধারণ সম্পাদক দীপায়ন দাসের অভিযোগ, নৃতত্ত্বের শিক্ষক আশিসবাবু সেই সময়েই এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৪:৫২
Share:

এক ছাত্রীর সঙ্গে শিক্ষকের গোলমালকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। আশিস মুখোপাধ্যায় নামে ওই শিক্ষককে মারধর করা হয়েছে বলে তাঁর স্ত্রীর অভিযোগ। ওই শিক্ষককে বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশি সূত্রের খবর, এ দিন ওই কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য নৃতত্ত্বের মেধা-তালিকা তৈরির সময়েই গোলমালের সূত্রপাত। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সাধারণ সম্পাদক দীপায়ন দাসের অভিযোগ, নৃতত্ত্বের শিক্ষক আশিসবাবু সেই সময়েই এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেন। অসভ্যতা করেন চৈতালি ভট্টাচার্য নামে এক শিক্ষিকার সঙ্গেও। পরে নিজে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসুস্থতার ভান করে ভর্তি হন হাসপাতালে।” ছাত্রীটি ওই শিক্ষকের বিরুদ্ধে নিউ ব্যারাকপুর ফাঁড়িতে অভিযোগ জানান। তদন্ত শুরু হয়েছে।

কিন্তু আশিসবাবুর স্ত্রী মিঠু মুখোপাধ্যায়ের অভিযোগ, মেধা-তালিকায় যোগ্য ছাত্রছাত্রীরাই যাতে সুযোগ পান, তাঁর স্বামী সেই চেষ্টাই করে এসেছেন। মেধা-তালিকায় নাম না-থাকা সত্ত্বেও তৃণমূলের ছেলেদের ভর্তি করা হচ্ছিল। তার প্রতিবাদ করায় এর আগেও চৈতালিদেবী এবং টিএমসিপি-র বিরাগভাজন হয়েছেন আশিসবাবু। মিঠুদেবী বলেন, “এ দিনও মেধা-তালিকার গোলমাল নিয়ে প্রতিবাদ করায় আমার স্বামীকে মারধর করা হয়েছে। মাথার পিছনে লেগেছে।” ওই শিক্ষকের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। নার্সিংহোম সূত্রে রাতে জানানো হয়, ওই শিক্ষকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শক্তিব্রত ভৌমিক বলেন, “অনভিপ্রেত ঘটনা। এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই শিক্ষকও নার্সিংহোমে চিকিৎসাধীন। কী করে ঘটনাটি ঘটল, বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement