বন্ধ শৌচালয়। ছবি:অরুণ লোধ।
তৈরি হয়েও বন্ধ রয়েছে শৌচালয়। ফলে পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ শাখার কোমাগাতামারু বজবজ রেল স্টেশনে হয়রান হচ্ছে যাত্রীরা। সমস্যা বেশি হচ্ছে মহিলা যাত্রীদের।
শিয়ালদহ-বজবজ শাখার শেষ স্টেশন বজবজ। দক্ষিণ শহরতলির অনেকে এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। গঙ্গা পেরিয়ে হাওড়ার অনেক যাত্রীও এই স্টেশন ব্যবহার করেন। কিন্তু এই স্টেশনের দু’টি সুলভ শৈচালয়ই বন্ধ হয়ে পড়ে আছে। ফলে হয়রান হচ্ছেন যাত্রীরা। যদিও বজবজ স্টেশনে পুরুষদের পুরনো শৌচালয়টি এখন চালু আছে। ফলে সমস্যা বেশি হচ্ছে মহিলাদের।
স্থানীয় সূত্রের খবর, বজবজ স্টেশনে একটি মহিলাদের ও আর একটি পুরুষদের শৌচালয় ছিল। বছর খানেক আগে বজবজ স্টেশনকে নতুন ভাবে সাজানোর সময়ে টিকিট কাউন্টারের পাশে এটিএম-এর পিছন দিকে মহিলা ও পুরুষদের জন্য তৈরি হয় সুলভ শৌচালয়। রেল সূত্রে জানা গিয়েছে, সুলভ শৌচালয় ব্যবহার করতে গেলে অর্থ লাগে। কিন্তু পুরনো শৌচালয়ে অর্থ লাগে না। ফলে বেশির ভাগ পুরুষই পুরনো নোংরা, দুর্গন্ধে ভরা শৌচালয়টি ব্যবহার করছিলেন।
স্থানীয়দের দাবি, এ ভাবে বেশ কিছু দিন চলার পরে দু’টি সুলভ শৌচালয়ই বন্ধ হয়ে যায়। তত দিনে মহিলাদের পুরনো শৌচালয়টি রেলের গুদামে পরিণত হয়েছে। পুরুষদের ক্ষেত্রে বিকল্প থাকলেও অসুবিধায় পড়েন মহিলারা।
এমন গুরুত্বপূর্ণ স্টেশনে মহিলা যাত্রীদের জন্য শৌচালয় না থাকায় ক্ষুব্ধ নিত্যযাত্রী মহিলারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা যাত্রী বলেন, “বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার আগে পযর্ন্ত অনেকটা সময় ট্রেনে কাটাতে হয়। কিন্তু স্টেশনে শৌচালয় না থাকায় খুবই অসুবিধার।” আর এক মহিলা নিত্যযাত্রী জানান, ওই শাখায় প্রায় এক ঘণ্টা অন্তর ট্রেন আসে। একটি ট্রেন মিস হয়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। শৌচালয় না থাকায় ভোগান্তি হয়।
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় বলেন, “বিভিন্ন স্টেশনে একই সমস্যা। প্রতিটি স্টেশনে শৌচালয় থাকা এবং তা পরিষ্কার থাকা একান্তই দরকার। এই ধরনের সমস্যা বাঞ্ছনীয় নয়।” পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্রবলেন, “এটা দুর্ভাগ্যজনক। খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে।”