মাটি বোঝাই লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পারুলিয়া কোস্টাল থানা এলাকার সরিষা-রায়চক রোডে কামারপোল (বড়) মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম মনোজ পন্ডা (৪০)। বাড়ি পূর্ব মেদিনীপুরে সুতাহাটার বনগোপালপুর গ্রামে। তিনি সাড়ে ৪টে নাগাদ রায়চক মোড় থেকে মোটরবাইকে ডায়মন্ড হারবারের দিকে আসছিলেন। সে সময় ওই দুর্ঘটনা।