উত্তর প্রদেশ থেকে মেয়েকে ফেরালেন বাবা
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাচার হয়ে-যাওয়া মেয়েকে খুঁজে নিয়ে এলেন বাবা। সেই সঙ্গে ফিরে এল বাসন্তীর ফুলমালঞ্চ এলাকার আরও তিন কিশোরী। তাদের সকলকে একটি কোঠায় আটকে রাখা হত, এবং নানা আসরে নাচতে বাধ্য করা হত বলে অভিযোগ। সেখান থেকে উদ্ধার করে শনিবার সকালে ক্যানিং স্টেশনে পৌঁছন। ওই চার কিশোরীকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে। আজ, রবিবার আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেবে তারা। ওই কিশোরীদের বয়স ১৪ থেকে ১৬ বছরের ভিতরে। বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে মান্নান লস্কর নামে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে অপহরণের একটি মামলা করা হয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে। কিশোরীর বাবা জানান, গত বছর অক্টোবরে গ্রামেরই যুবক মান্নান লস্কর তাঁর মেয়েকে মাসিক ৬ হাজার টাকার কাজ দেবে বলে ১৭ তারিখ উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তিন মাস মেয়ের কোনও খোঁজ পাননি তিনি। পরে নানা সূত্র থেকে পাওয়া খবর অনুসরণ করে বালিয়ায় যান। সেখানকার মসজিদের ইমামের সাহায্য নিয়ে স্থানীয় থানায় যান। পুলিশ একটি কোঠা থেকে ওই চার কিশোরীকে উদ্ধার করে। ওই চার কিশোরী জানিয়েছে, উত্তরপ্রদেশের ওই কোঠায় নাচ শিখতে হত। ইতিমধ্যে ৪০ থেকে ৫০টি আসরে নাচতে বাধ্য হয়েছে তারা। কিন্তু টাকা পায়নি। তবে ওই নাবালিকা মেয়েদের কেন পরিবার থেকে রাজ্যের বাইরে কাজ করতে পাঠানো হল, সেই প্রশ্নও উঠে গেল।
বিজেপি-তৃণমূল সংঘর্ষ সাগরে
নিজস্ব সংবাদদাতা • সাগর
সরকারি জমির দখলকে কেন্দ্র করে শুক্রবার তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হল সাগরের জীবনতলা গ্রামে। বিজেপির সমর্থকদের অভিযোগ, তৃণমূলের এই আক্রমণে তাঁদের ৩০ জনেরও বেশি সমর্থক আহত হয়েছেন। তৃণমূলের দাবি, বিজেপি-র এই আক্রমণে তাঁদের ১০-১৫ জন সমর্থক আহত হয়েছেন। যদিও কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেনি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ তৃণমূলের শতাধিক সমর্থক ওই গ্রামে গিয়ে বলতে থাকে বিজেপির কোনও পতাকা টাঙানো চলবে না সেখানে। গ্রামে কেউ বিজেপিকে সমর্থন করতে পারবেনা। বিজেপি-র সমর্থরা এর প্রতিবাদ করলে দু’পক্ষের হাতাহাতি বেধে যায়। তৃণমূল সমর্থকেরা বিজেপি-র কর্মী-সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। বাড়ির মহিলা, শিশুদের উপরেও চড়াও হয় বলেও দাবি তৃণমূল কর্মী সমর্থকদের। এর জেরে বিজেপির একাধিক কর্মী-সমর্থক আহত হন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি তাঁদের হাতের বাইরে চলে যায়। সাগর ব্লকের বিজেপির যুব মোর্চা সভাপতি পৃথ্বিরাজ জাটুয়ার অভিযোগ, ‘‘সাগরের বিধায়ক বঙ্কিম হাজরার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে।’’ তবে বঙ্কিমবাবুর পাল্টা দাবি, “এলাকার কিছু লোক সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তাঁরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এটি সামান্য হাতাহাতি ছাড়া আর কিছুই নয়। হাতাহাতিতে আমাদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন।’’
ফের গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রায়দিঘি
রায়দিঘিতে চার জনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সিপিএম নেতা ফারুক হোসেন মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দু’সপ্তাহের মাথায় শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের মালাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১০ জন ধরা পড়ল। ১৪ জুন সালিশি সভা থেকে ফেরার পথে তিন জন তৃণমূল ও একজন সিপিএম সমর্থক খুন হন। ফারুকের বাড়িতেই খুনিরা জমায়েত হয়েছিল বলে ঘটনার পর তৃণমূলের তরফে এফআইআর করা হয়েছিল। অভিযুক্তদের অন্যতম রায়দিঘি জোনাল কমিটির সম্পাদক বিমাল ভাণ্ডারী-সহ ৯ জনকে ধরা হয়।
স্মারকলিপি পেশ
রায়দিঘি-কাণ্ডে দোষীদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত ও সম্মানীয় ব্যক্তিদের মিথ্যা মামলায় না জড়ানোর আবেদন করে আলিপুরে শনিবার পথসভা করেন বিদ্বজ্জনেরা। চিত্রকর ওয়াসিম কাপুর, চন্দন সেন, ভারতী মুখোপাধ্যায় প্রমুখ স্মারকলিপি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথের হাতে তুলে দেন।
কিশোরীকে ধর্ষণ
আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার ছোট মোল্লাখালির তারানগর থেকে বিমান সরকার নামে এক যুবককে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। কৃষ্ণপদ মণ্ডল ও জন্মজেয় অধিকারী নামে আরও দুই অভিযুক্ত পলাতক।
গিরিজা দেবীর ৮৫-তম জন্মদিন উপলক্ষে নিজের আঁকা ছবি শিল্পীর হাতে তুলে দিচ্ছেন সমীর ব্রহ্মচারী।
সম্প্রতি নব ব্যারাকপুরের কোদালিয়ায় ‘ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে’। —নিজস্ব চিত্র।
‘সুর সঙ্গম’-এর ২৫তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্প্রতি মধ্যমগ্রামের নজরুল মঞ্চে। —নিজস্ব চিত্র।