100 days' work

100 Days' Work: একশো দিনের কাজে মজুরি বকেয়া, প্রতিবাদে স্বেচ্ছাশ্রম দিলেন গ্রামবাসী

বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গত তিন মাসের বেশি সময় ধরে বকেয়া টাকা পড়ে আছে শ্রমিকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় ও জয়নগর শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ০৮:২০
Share:

সোচ্চার: ভুখা মিছিল জয়নগরে। ছবি: সমীরণ দাস

দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। থমকে গিয়েছে বহু কাজ। অভিযোগ উঠছে, কেন্দ্রই এ জন্য দায়ী। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গত তিন মাসের বেশি সময় ধরে বকেয়া টাকা পড়ে আছে শ্রমিকদের। এ দিকে, বর্ষার আগে গ্রামীণ এলাকার নিকাশি নালা সংস্কার, রাস্তার পাড় বাঁধানো না হলে সমস্যায় পড়বেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তাই এ বার নিজেরাই ঝুড়ি-কোদালে হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তার পাড় বাঁধানো, নিকাশি নালার সংস্কারের কাজ করলেন গ্রামবাসীরা। শনিবার এমন দৃশ্য দেখা গেল ভাঙড় ১ ব্লকের দুর্গাপুর পঞ্চায়েতের দামুজালি গ্রামে।

Advertisement

ভাঙড় ১ বিডিও দীপ্যমান মজুমদার বলেন, ‘‘এটা ঠিক যে বেশ কয়েক মাস ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা আসছে না। ফলে শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে গ্রামীণ এলাকার অনেক উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে।’’

ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ‘‘কেন্দ্রীয় বঞ্চনার কারণে একশো দিনের কাজের প্রকল্পে টাকা পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া টাকা পড়ে রয়েছে। ওই প্রকল্পের টাকা না আসায় গ্রামীণ এলাকার পুকুর খনন, নিকাশি নালা সংস্কার, রাস্তার পাড় বাঁধানো সহ বিভিন্ন কাজ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কী ভাবে শ্রমিকদের বকেয়া টাকা মেটানো যায়, সেই চেষ্টা করা হবে।’’

Advertisement

অন্য দিকে, একশো দিনের কাজ প্রকল্পে কাজ করেও টাকা মেলেনি— প্রতিবাদে ঝুড়ি-কোদাল হাতে মিছিল করলেন কয়েকশো গ্রামবাসী। শনিবার জয়নগর ২ ব্লক তৃণমূল নেতৃত্বের ডাকে নতুনহাট থেকে প্রিয়র মোড় পর্যন্ত ‘ভুখা মিছিল’ হয়। তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ বলেন, “গত নভেম্বর মাসের পরে একশো দিনের কাজে আর টাকা মেলেনি। কেন্দ্রের তরফে অন্য রাজ্যকে টাকা পাঠানো হলেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement