ধর্ষণে বাধা, মারধর প্রতিবাদী মহিলাদের

বছর তেরোর প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে। বাধা দিলে অভিযুক্তের পরিবার-পরিজন প্রতিবাদী মহিলাদের উপরে চ়ড়াও হয় বলেও অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

হাসনাবাদ শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০২:১৫
Share:

বছর তেরোর প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে। বাধা দিলে অভিযুক্তের পরিবার-পরিজন প্রতিবাদী মহিলাদের উপরে চড়াও হয় বলেও অভিযোগ। বছর পঞ্চাশের অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার জুগিয়া দাসপাড়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকে বেশ কিছুক্ষণ নিখোঁজ ছিল প্রতিবন্ধী মেয়েটি। খোঁজ করতে বেরিয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি বাগানের মধ্যে তাকে দেখতে পান গ্রামের মহিলারা। সঙ্গে তার ওই আত্মীয় অর্ধনগ্ন অবস্থায় ছিল বলে অভিযোগ। ঘটনা চাপা দিতে পরে ওই মহিলাদের উপরে চড়াও হয় অভিযুক্তের পরিবারের লোকজন। নির্যাতিতার পরিবারকেও পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতে বাধা দেওয়া হয়। অভিযোগ, গ্রামের প্রতিবাদী মহিলাদের উপরে চড়াও হয়ে তাদের মারধর ও শ্লীলতাহানির করা হয়েছে।

আক্রান্ত এক মহিলা বলেন, ‘‘অপরাধীর শাস্তির দাবিতে আমরা বিক্ষোভ দেখাতে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে গিয়েছিলাম। তখন আমাদের গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয়।’’ পুলিশ জানিয়েছে, মহিলাদের উপরে হামলার অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু ধর্ষণের অভিযোগ হয়নি। পুলিশ তদন্ত করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement