স্বামীকে খুনে ধরা পড়ল স্ত্রী

স্বামীকে গলা টিপে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। ৫ নভেম্বর ঘটনাটি ঘটে সন্দেশখালির কালীনগর এলাকার। পুলিশ জানায়, নিহতের নাম বিকাশ বর। ধরা পড়েছেন তাঁর স্ত্রী লাবণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ০০:১১
Share:

স্বামীকে গলা টিপে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

৫ নভেম্বর ঘটনাটি ঘটে সন্দেশখালির কালীনগর এলাকার। পুলিশ জানায়, নিহতের নাম বিকাশ বর। ধরা পড়েছেন তাঁর স্ত্রী লাবণী। গোপাল ও ঝুমা মণ্ডল নামে আরও দু’জনকে খুঁজছে পুলিশ। মঙ্গলবার লাবণীকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৬ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক বছর আগে প্রেম করে সন্দেশখালির কালীনগর বাড়ি বিকাশ বিয়ে করে একই থানার দায়ুদপুরের লাবণীকে। বিকাশ উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলেও স্ত্রী স্থানীয় একটি কলেজে প্রথম বর্ষের ছাত্রী।

Advertisement

পুলিশ জানায়, ঘটনাটি গত ৫ নভেম্বর রাতের। সে সময়ে বিকাশের বাবা-মা ওড়িশায় থাকলেও লাবণীর জামাইবাবু গোপাল এবং দিদি ঝুমা কালীনগরে বিকাশের বাড়িতে ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই রাতে বিকাশের সঙ্গে লাবণীর ঝগড়া হয়। সে সময়ে লাবণীর পক্ষ নিয়ে তাঁর দিদি-জামাইবাবু বিকাশের সঙ্গে দুর্ব্যবহার করেন।

রাতেই গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয় বিকাশের। রাত সাড়ে ১২টার পরে স্থানীয় চিকিৎসক জানিয়ে যান, অনেক আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

এই ঘটনার পরে গোপাল এবং ঝুমা বেপাত্তা হয়ে যান। সম্প্রতি ময়না-তদন্তের রিপোর্ট আসার পরে তাঁর বাবা কালীপদ বর লাবণী, গোপাল এবং ঝুমার বিরুদ্ধে চক্রান্ত করে ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন। সোমবার দায়ুদপুর গ্রামে যায় পুলিশ। সেখানে গিয়ে দেখে, লাবণীদের বাড়ির দরজায় তালা। প্রথমে বাড়িতে কেউ নেই মনে করলেও দরজার ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যায়, ভিতরেও তালা লাগানো। দরজার দু’পাশ থেকে তালা মারা দেখে সন্দেহ হয় পুলিশের। তালা ভেঙে ঘরের ভিতর থেকে লাবণী এবং তাঁর মাকে থানায় নিয়ে আসা হয়।

কালীপদবাবু বলেন, ‘‘বৌমার সঙ্গে ওঁর পরিবারেরই একজনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হওয়ায় অশান্তি বাধে। আমার ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।’’ লাবণী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement