Panchayat Election

ভোটের নামে প্রহসন হতে দেব না: জ্যোতিপ্রিয়

তাঁর দাবি, "পঞ্চায়েত ভোটে আমরা বিজেপিকে নাস্তানাবুদ করে ছাড়ব। ২০২৪ সালের জন্য মানুষ সঙ্ঘবদ্ধ হচ্ছেন বিজেপিকে জবাব দিতে।"

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ০৯:৩৫
Share:

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আসন্ন পঞ্চায়েত ভোটকে ‘প্রহসনে’ পরিণত হতে দেওয়া হবে না বলে জানালেন তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার তিনি ইফতার কর্মসূচিতে যোগ দিতে হাবড়ায় এসেছিলেন। সেখানেই বলেন, "পঞ্চায়েত ভোট হবে সুষ্ঠু ও অবাধ। নির্বাচনের নামে কোনও প্রহসন আমরা হতে দেব না। বিরোধী পক্ষ মনোনয়ন জমা দিতে না পারলে আমরা মনোনয়ন জমা দেওয়ানোর ব্যবস্থা করে দেব।"

Advertisement

তাঁর দাবি, "পঞ্চায়েত ভোটে আমরা বিজেপিকে নাস্তানাবুদ করে ছাড়ব। ২০২৪ সালের জন্য মানুষ সঙ্ঘবদ্ধ হচ্ছেন বিজেপিকে জবাব দিতে।" বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলের তিনি।

এ বিষয়ে হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার পরে বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিক নির্বাচন সুষ্ঠু ও অবাধ করবার কে? নির্বাচন তো পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওঁকে বলে দিতে চাই, নির্বাচনকে প্রহসনে পরিনত না করতে। সন্ত্রাস করতে এলে এ বার জেলার মানুষ প্রতিরোধ করবেন।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement