প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি অভিনেতা সাংসদ দেব। -নিজস্ব ছবি।
ধর্মের ভিত্তিতে ভোট না দিয়ে জনগণের উন্নয়ণের জন্য ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন অভিনেতা এবং ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বারাসতে এ বারে তৃণমূলের হয়ে লড়ছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। শুক্রবার এই তারকা প্রার্থীর সমর্থনেই বারাসতের শতদল মাঠে জনসভায় এসেছিলেন দেব। সেখানেই তিনি উন্নয়নের দিকে তাকিয়ে ভোটদানের পরামর্শ দেন।
তিনি জানান, এ রাজ্যে ভোটকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে। এক শ্রেণির মানুষকে বোঝানো হচ্ছে, তাঁরা সুরক্ষিত নেই। তাই ধর্মের নামে নয়, উন্নয়নের স্বার্থে ভোট দিতে বলেন তিনি। কারণ তাঁর মতে, ধর্ম জিতলে মানুষের পরাজয় হবে।
এর পরই দেব তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের নানা দিক তুলে ধরেন। কোনও স্থানীয় নেতার প্রতি ক্ষোভে যেন কেউ ভুল জায়গায় ভোট না দিয়ে ফেলেন সে কথাও সকলকে মাথায় রাখতে অনুরোধ করেছেন তিনি।