bizarre

Viral: আটটি পা ছাগলছানার, ভিড় জমল তাকে দেখতে

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর কালমেঘা এলাকায় সোমবার ঘটেছে এ ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ১২:১২
Share:

ছাগলের আটটি পা। নিজস্ব চিত্র।

দু’টি সন্তানের জন্ম দিয়েছে একটি পূর্ণবয়স্ক ছাগল। একটি ছানা চারটি পা নিয়েও জন্মালেও অপর ছানাটির পায়ের সংখ্যা আট। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর কালমেঘা এলাকায় সোমবার ঘটেছে এ ঘটনা। আটপেয়ে ছাগলের কথা জানাজানি হতেই তা দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের গ্রামের বহু মানুষ।

Advertisement

বহু বছর ধরেই বাড়িতে গরু, ছাগল পোষেন শাশ্বতী মণ্ডল। তাঁরই একটি পোষ্য সোমবার জন্ম দিয়েছে দু’টি সন্তানের। এই ঘটনায় আশ্চর্য হয়েছেন তিনিও। শাশ্বতী বলেছেন, ‘‘এত বছর ধরে পালন করছি। আগে কখনও এমন দেখিনি। প্রথমবার দেখলাম আটটি পা নিয়ে ছাগল জন্মাল।’’

আটপেয়ে ছাগলের জন্ম দেওয়া মা ছাগল এবং তার অপর সন্তান। নিজস্ব চিত্র।

জন্মানোর পর অবশ্য বেশিক্ষণ বাঁচেনি ওই ছাগলছানা। শাশ্বতী জানিয়েছেন, জন্মের মিনিট ৫-৭ পরই মৃত্যু হয়েছে ওই ছানার। তবে অন্য সন্তান এবং তার মা সুস্থ রয়েছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement