মদ-গাঁজার ঠেক ভেঙে দিলেন গ্রামবাসীরা। রবিবার রাতে বসিরহাটের সোলাদানার ঘটনা। মাদক বিক্রির অভিযোগে দু’জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বসিরহাট ১ ব্লকের সোলাদানা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতী নদী। নদীর অন্য দিকে বাংলাদেশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকা হওয়ায় দুষ্কৃতীদের আনাগোনা এই এলাকায় কিছুটা বেশি। সম্প্রতি এলাকার কয়েকটি মুদিখানা দোকান, বাড়িতে লুকিয়ে দেশি ও বিদেশি মদ-সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হচ্ছিল। স্থানীয় যুবকদের একাংশ মাদকাসক্ত হয়ে যাচ্ছিলেন। পরিবারে অশান্তি হচ্ছিল। এই সব ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রবিবার সন্ধ্যা ৭টার সময়ে একটি মুদিখানা দোকানে ভাঙচুর চালায়। ওই দোকানে মুদিখানার সামগ্রীর পাশাপাশি দেশি-বিদেশি মদও বিক্রি হতো বলে অভিযোগ। এরপরে উত্তেজিত জনতা ভাঙচুর করে একটি বাড়িতে। ওই বাড়ি থেকে গাঁজা-সহ বিভিন্ন মাদক বিক্রি হতো বলে অভিযোগ। মুদি দোকানি শ্রীদাম মণ্ডল এবং বাড়ি মালিক আলাউদ্দিন মৃধাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে বলে পুলিশ জানায়। স্থানীয় বাসিন্দা রত্না মণ্ডল, তুহিনা পারভিনদের ক্ষোভ, এলাকায় মাদকের বাড়বাড়ন্ত হওয়ায় অনেকে সংসারের টাকা নিয়ে নেশা করছিলেন। পরিবারের সদস্যদের উপরে অত্যাচার চালান।