উদ্ধার হওয়া সোনা এবং ধৃত দুই পাচারকারী। নিজস্ব চিত্র
সাড়ে তিন কেজি সোনা-সহ দুই পাচারকারী গ্রেফতার সীমান্তে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার পেট্রাপোলের। উদ্ধার হওয়া সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
৩০ সোনার বিস্কুট নিয়ে মোটরবাইকে চড়ে সোমবার পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করে দুই পাচারকারী। কিন্তু সে সময় পেট্রাপোল সীমান্তে বিএসএফের ১৭৯ ব্যাটালিয়ানের জওয়ানদের কাছে ধরা পড়ে যায় তারা। রুটিন তল্লাশি চলাকালীন ওই দুই পাচারকারীর কাছ থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় সাড়ে তিন কেজি। যার বাজারমূল্য ১ কোটি ৭২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
ধৃত দুই পাচারকারীর নাম সুমন তরফদার এবং আশিস হালদার। বিএসএফ তাদের আটক করে তুলে দেয় পেট্রাপোল থানার পুলিশের হাতে। উদ্ধার করা সোনাও পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ।